Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

প্রদত্ত সেবা সমূহ/সিটিজেন চার্টারঃ

 

v       ব্রেকার যুবক ও যুব মহিলাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান (প্রশিক্ষণ ট্রেডের তালিকা সংযুক্ত)।

v       প্রশিক্ষণ শেষে অধিদপ্তর কর্তৃক সনদপত্র প্রদান।

v       প্রকল্প গ্রহণ-এ পরামর্শ প্রদান (সংশ্লিষ্ট ট্রেডে)।

v       প্রার্থীর যোগ্যতাঃ         (১) স্থায়ী নাগরিক হতে হবে, (২) বয়সঃ ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

(৩) শিক্ষাগত যোগ্য, (৪) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ক্ষেত্রে কমপক্ষে ৫ম শ্রেণী এবং প্রাতিষ্ঠানিক ট্রেডের কমপক্ষে ৮ম শ্রেণী ও কম্পিউটারে এইচএসসি পাস হতে হবে।

 

v       ঋণ সুবিধাঃ     প্রকল্প গ্রহণকারী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত হলে সর্বোচ্চ ২৫,০০০/- এবং প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত হলে সর্বোচ্চ ৫০,০০০/- টাকা ঋণ দেয়া হয়।

 

v       রেজিষ্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠনকে প্রতি বছর কার্যক্রমের উপর ভিত্তি করে ১৫,০০০/= - ২৫,০০০/= টাকা অনুদান দেয়া হয়। এছাড়া সফল যুবদের সাথে যুব পুরস্কার দেয়া হয়।

 

v       অন্যান্য কার্যক্রমঃ

 

১। বৃক্ষরোপণ কর্মসূচী।

২। ইভটিজিং প্রতিরোধে সভা সমাবেশ।

৩। যৌতুক বিরোধী আন্দোলন।

৪। স্যানিটেশন।

৫। পরিবার পরিকল্পনা উদ্বুদ্ধকরণ।

৬। স্বাক্ষরতা কর্মসূচী।